বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ১৫ জানুয়ারী ২০২৫ ২১ : ৪৮Krishanu Mazumder
চেন্নাইয়িন-২ মহমেডান স্পোর্টিং-২
(লালডিনপুইয়া,ব্রামবিয়া) (মনবীর, রেমসাঙ্গা)
আজকাল ওয়েবডেস্ক: গোটা নব্বই মিনিট কি নিদ্রা গিয়েছিল মহমেডান! সংযুক্ত সময়ের ৯ মিনিটে জেগে উঠল সাদা-কালো শিবির। কে বলবে এই মহমেডানের জার্সির রং সাদা-কালো! বহুবার রেড রোডের ধারের ক্লাবের ব্যর্থতার সময়ে বলা হয়েছে, মহমেডান সেই সাদা-কালোই! শেষ ৯ মিনিটে জ্বলে উঠে হারা ম্যাচ মহমেডান স্পোর্টিং ড্র করল ২-২। খালি হাতে ফিরতে হত, সেই জায়গায় নাটকীয় ম্যাচে মহমেডান এক পয়েন্ট ঘরে তুলল। এভাবেও যে ফিরে আসা যায় মহমেডান স্পোর্টিং দেখিয়ে দিল।
মসীহা যখন খলনায়ক হতে হতে বেঁচে গেলেন! বেঙ্গালুরুর বিরুদ্ধে তাঁর দুরন্ত ফ্রি কিক থেকে অভাবনীয় এক জন ছিনিয়ে এনেছিল মহমেডান স্পোর্টিং। বেঙ্গালুরুর ঘরের মাঠে গিয়ে সুনীল ছেত্রীদের মাটি ধরিয়ে এসেছিল সাদা-কালো ব্রিগেড। আর মহমেডানের ওই দুরন্ত জয়ের পিছনে ছিলেন কাসিমভ।
সেই কাসিমভই বুধবার চেন্নাইয়িনের বিরুদ্ধে মোক্ষম সময়ে পেনাল্টি নষ্ট করে বসলেন। ততক্ষণে চেন্নাইয়িন ১-০ গোলে এগিয়ে। সাদা-কালো সমর্থকরা উৎসাহ দিচ্ছেন প্রিয় দলকে। পিছিয়ে যাওয়া মহমেডানের সমতা ফেরানোর দুরন্ত সুযোগ। কিন্তু কাসিমভের শট থামিয়ে দিলেন চেন্নাইয়ের গোলকিপার নওয়াজ।
তিনিই বক্সের মধ্যে ফাউল করেছিলেন লালরেমসাঙ্গা ফানাইকে। রেফারি পেনাল্টি দেন মহমেডানকে। চেন্নাই গোলকিপার সাদা-কালো ব্রিগেডের কাসিমভের শট থামালেন, সমতা ফেরাতে দিলেন না সাদা-কালো শিবিরকে। কাসিমভ গোল করতে না পারায় মাথায় হাত দিলেন। উপলব্ধি করতে পেরেছেন, কতবড় ভুল তিনি করে ফেলেছেন। কিন্তু কাসিমভ কি তখন জানতেন, তাঁর দল ওরকম অলৌকিক প্রত্যাবর্তন ঘটাবে শেষ ন' মিনিটে।
চেন্নাইয়িনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বকেয়া বেতনের দাবিতে সরব হন মহমেডান ফুটবলাররা। বেতন সমস্যার জন্যই কি ফোকাস নড়ে গিয়েছিল? শেষ ন'মিনিট দেখলে মনে হবে, সে সব ঘটনা মাঠের বাইরে রেখেই খেলতে নেমেছে মহমেডান।
খেলার ১০ মিনিটে কর্নার থেকে হেডে চেন্নাইকে এগিয়ে দেন লালডিনপুইয়া। তাঁকে কেউ মার্কিং করলেন না। ফাঁকায় হেড করে গোল করলেন। তার পর কাসিমভ পেনাল্টি নষ্ট করেন। দ্বিতীয়ার্ধে ব্রামবিয়া গোল করে চেন্নাইয়ের ব্যবধান আরও বাড়ান।
তবে মহমেডান যে গোল করার সুযোগ পায়নি, তা নয়। বাঁ দিক থেকে ফ্রাঙ্কার ভাসানো সেন্টার থেকে সোনার সুযোগ নষ্ট করেন জুইডিকা। কাহানি মে টুইস্ট সংযুক্ত সময়ে। প্রথমে ব্যবধান কমান পরিবর্ত হিসেবে নামা মনবীর। আবার তাঁর জন্যই মহমেডান খেলার শেষ লগ্নে পেনাল্টি পায়।
বিপজ্জনক হয়ে ওঠা মনবীর শট মারতে উদ্যত, ঠিক সেই সময়ে তাঁকে নিজেদের পেনাল্টি বক্সের ভিতরে পিছন থেকে মেরে ফেলে দেন লালডিনপুইয়া। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। রেমসাঙ্গা পেনাল্টি স্পট থেকে ২-২ করেন মহমেডানের হয়ে।
এই রেমসাঙ্গাই পেনাল্টি আদায় করে নিয়েছিলেন প্রথমার্ধে। সেই তিনি আর ভুল করেননি। পেনাল্টি থেকে গোল করে মহমেডানে প্রাণ সঞ্চার করলেন। পেনাল্টি স্পট থেকে গোললাইন, পৃথিবীর রহস্যময় সরণী। কেউ পথ হারান। কেউ আবার পথ খুঁজে পান। এদিন যেমন কাসিমভ পথ হারিয়ে বিপন্ন করেন দলকে। রেমসাঙ্গা আবার গোল করে দলকে দিয়ে গেলেন প্রয়োজনীয় অক্সিজেন।
পরিবর্ত হিসেবে নামা মনবীর রং বদলে দিলেন ম্যাচের। গোল করলেন, পেনাল্টি আদায় করলেন। চেন্নাইয়ের পেনাল্টি বক্সে মনবীরকে ফাউল করে লালডিনপুইয়া লাল কার্ড দেখেন। তিনিই তো গোল করে শুরুতে এগিয়ে দিয়েছিলেন চেন্নাইয়িনকে। তাঁর দোষেই চেন্নাই তিন পয়েন্ট মাঠে ফেলে এল। তিনি হতে পারতেন মসীহা। হয়ে গেলেন খলনায়ক।
একাধিক সমস্যায় থাকা মহমেডান দেখিয়ে দিল শেষ ন'মিনিটেও ম্যাচের ফল বদলে দেওয়া যায়। যদি মনের ভিতরে জেতার তাগিদ থাকে, খিদে থাকে অনন্ত।
#ISL#Chennaiyin#MohammedanSporting
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
রেফারির দাক্ষিণ্যে ম্যাচ জিতছে মোহনবাগান! অভিযোগে অসন্তুষ্ট কামিন্স...
তাঁকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হয়েছিল, কিন্তু শেষমেশ বাদ পড়তে হল, কেন? ...
পাকিস্তানে জলের দরে বিক্রি হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট, জেনে নিন তাঁর মূল্য ...
ইন্ডিয়া ওপেনে 'লক্ষ্য'চ্যুত প্রণয়-প্রিয়াংশুরা, আশা জাগালেন অনুপমা ...
গম্ভীরকে নিয়োগের প্রক্রিয়া ভুল! রোহিত-কোহলির ওপর অবসরের সিদ্ধান্ত ছেড়ে দেওয়া উচিত, জানালেন কিরমানি...
হাসপাতাল থেকে ছাড়া পেলেও দুর্বল কাম্বলি, ওয়াংখেড়ে স্টেডিয়ামের অনুষ্ঠানে গাভাসকরের সঙ্গে ভিডিও ভাইরাল ...
রোহিত-শুভমনের পর এবার রঞ্জি ট্রফিতে খেলতে চান যশস্বী, বুধবার অনুশীলনে যোগ দেবেন...
টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে অন্তর্দ্বন্দ্ব? মুখ খুললেন বিসিসিআইয়ের শীর্ষকর্তা...
সিরিজ শুরুর আগে সমস্যায় ইংল্যান্ড, ভিসা সমস্যায় অনুশীলনে যোগ দিতে পারছেন না তারকা ক্রিকেটার ...
ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে রিচার্ড সেলিস, অনুশীলন না করেই মাঠ ছাড়লেন আনোয়ার-হেক্টররা...
গোল না দিয়ে বিরতির বাঁশি বাজিয়ে কুখ্যাত, লাল-হলুদের প্রাক্তন কোচ কুয়াদ্রাতের নিশানায় ছিলেন কেটেল...
ফিরছেন ঘরোয়া ক্রিকেটে, মুম্বইয়ের রঞ্জি দলের সঙ্গে অনুশীলন করবেন রোহিত...
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাওয়ার দৌড়ে ঢুকে পড়লেন বোর্ডের ছাঁটাই হওয়া তারকা...
বুমরার সঙ্গে তাঁর তুলনা নাপসন্দ, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে অকপট বিশ্বজয়ী অধিনায়ক...
বুমরার সঙ্গে তাঁর তুলনা নাপসন্দ, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে অকপট বিশ্বজয়ী অধিনায়ক...